Hi koushik da, tumi ki vute biswasi? sotti ki vut ba attha bole kichu ache bolte parbe?
ভূত মানে তো অতীত... তাই অতীতকে অস্বীকার করি কি করে... তবে প্রচলিত অর্থে যে ভূত তাঁর সাক্ষাৎ কখনও পাইনি... আমি যতদূর বুঝি....
আত্মা হল একটি ধারণা যা সাধারণত মানুষের অন্তর্নিহিত সারাংশ বা জীবনের সারমর্মকে বোঝায়। এটি একটি আধ্যাত্মিক বা নৈতিক দিক যা শরীর থেকে পৃথক হতে পারে এবং মৃত্যুর পরেও বিদ্যমান থাকতে পারে বলে বিশ্বাস করা হয়......বিভিন্ন ধর্ম ও দর্শনে আত্মার ধারণা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে.....কিছু বিশ্বাস অনুযায়ী, আত্মা হল ব্যক্তির চেতনা, বুদ্ধি এবং অনুভূতির উৎস ... তাই ভূত এবং আত্মাকে আমি আলাদা ভাবে দেখি.....