Hi debi তোমার কাছে জীবনের অর্থ কি? আমার জীবনে একটি বন্ধুকে গান ডেডিকেট করতে চাই সে বর্ধমানে থাকে নাম তার কৃষ্ণা। অবশেষে ভালোবেসে চলে যাব গানটি প্লিজ চালাবেন। সঙ্গে আমার নামটি নিলে ভালোলাগত,অনেক ভালোবাসা রইলো। অরন্য
জীবন মানে যেটা বড় হয়ে যাবার পর কিছুতেই সোজাপথে চলেনা, তাই আঁকাবাঁকা পথ ধরে হোঁচট খেতে খেতে চলতে চলতে হঠাৎ কিছু বন্ধু পেয়ে যাবার নাম আমার কাছে জীবন।