Hi koushik তোমার কাছে অনুরোধ,"অবশেষে ভালোবেসে চলে যাবো "এই গানটি চালানোর জন্য। আমার খুব কাছের বান্ধবী কে গানটা ডেডিকেট করবেন যার নাম কৃষ্ণা।সে বর্ধমানে থাকে,আমি অরণ্য। দুজনের নাম একটু নেবেন প্লিজ। আর তোমার জীবনেও যদি এরকম কেউ থাকে সেটাও জানাবে।

তোমরাও কি কিশমিশ এর দেব রুক্মীনির মতো ভালবাসার মানে খুঁজছো ?নাকি নীলায়ন এর সুর করা অরিজিৎ এর গাওয়া এই গানটার মতো kiss miss করছো? কৃষ্ণা অরণ্যর ভালবাসা ক্রম'বর্ধমান' হোক....

কিছু গান থাক না হয়ে একান্ত আপন... সেটা সবার সঙ্গে নাই বা ভাগ করে নিলে... দুজনের মনে মনে গুঞ্জরিত হোক এই গান, তোমাদের মতই আমিও আমার ভালবাসার মানুষটির সঙ্গে এই গান গাইব... আর তখন মনে মনে তোমাদের জানাব আন্তরিক শুভেচ্ছা... খুব ভালো থেকো, ভালো রেখো ভালবাসায় থেকো....