আপনার সকাল ৭টার অনুষ্ঠানের আমি নিয়মিত শ্রোতা। ওখানে যদি পুরোনো দিনের কালজয়ী শিল্পীদের রবীন্দ্রসঙ্গীত আর একটু বেশীই করে বাজানো যায়, অনুষ্ঠানের মাত্রা অনেক টা বাড়বে মনে হয়। ভালো থাকবেন।
তুহিন বাবু, আমি আপনার সঙ্গে অসহমত পোষণ করিনা, কিন্তু যে কোনো রেডিও স্টেশন এর কিছু নির্দিষ্ট পলিসি থাকে, যেটা আমাদের সবাইকেই মেনে চলতে হয়... তাই এই নতুন শিল্পীদের গাওয়া রবীন্দ্রনাথের গান, আমরা আপনাদের কাছে প্রতিদিন সাতসকালে পৌঁছে দেবার চেষ্টা করি, যার রেকর্ডিং কোয়ালিটি এবং অন্যান্য টেকনিক্যাল বিষয় গুলো অপেক্ষাকৃত ভালো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি আমাদের এই সুযোগ এনে দিয়েছে, তবে আপনার মূল্যবান মতামত নিশ্চই আমরা আগামী দিনে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পেশ করব, খাস বন্ধু হিসেবে এই টুকু কথা আমি দিলাম... ভালো থাকবেন....