কৌশিক তোমার কাছে জীবনের অর্থ কি? আমার জীবনে একটি বন্ধুকে গান ডেডিকেট করতে চাই সে বর্ধমানে থাকে নাম তার কৃষ্ণা। অবশেষে ভালোবেসে চলে যাব গানটি প্লিজ চালাবেন। সঙ্গে আমার নামটি নিলে ভালোলাগত,অনেক ভালোবাসা রইলো। অরন্য
জীবন মানে হোকনা একটা ভালবাসার বাড়ি
এক হওয়ার চেষ্টা করুক এক পুরুষ এক নারী
আঁকড়ে ধরুক, আগলে রাখুক, রাখুক আপন করে
ভালবাসার শিশির যেমন পদ্মপাতা ধরে
হিসেব নিকেশ করবোনা তো কি দেবো কি পাবো
বলব শুধু তাকে ' ভালবেসে চলে যাব '
ভালো থেকো অরণ্য আর কৃষ্ণাও ভালো থেকো
ভালবাসার সবটুকুকে এমন করেই রাখো